Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে ভাসমান টার্মিনাল নির্মাণে কনসালটেন্ট নিয়োগ চুক্তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসমান টার্মিনাল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে কনসালটেন্ট নিয়োগ চুক্তি গতকাল (বৃহস্পতিবার) বন্দর বোর্ডরুমে স্বাক্ষরিত হয়েছে। বন্দরের পক্ষে চেয়ার‌্যান এম খালেদ ইকবাল এবং পাবলিক ডোমেইন আর্কিটেক্ট দ্যা নেদারল্যান্ডসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মি. পিটার ফিকডোর। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম, কমডোর শাহীন রহমান (হারবার অ্যান্ড মেরিন), সচিব ওমর ফারুকসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পাবলিক ডোমেইনের পক্ষে ছিলেন রোববেকার ও স্থানীয় প্রতিনিধি ফারুক চৌধুরী।
এ কাজের জন্য ইওআই’র বিপরীতে ২৪টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আবেদন দাখিল করে। এর মধ্যে পাবলিক ডোমেইন আর্কিটেক্ট প্রতিযোগিতায় স্থান পায়। ৯ লাখ ৭২ হাজার ৪৭৮ ইউএসডলার কনসালটেন্সী দরে আগামী ৬ মাসের মধ্যে ডোমেইন আর্কিটেক্টর পক্ষে লোকাল এজেন্ট ঢাকাস্থ বেঙ্গল ডাচ ইন্টারন্যাশনাল তাদের সম্ভাব্যতা যাচাই রিপোর্ট পেশ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ভাসমান টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে। বিশ্বের বিভিন্ন দেশে ভাসমান বন্দর রয়েছে। আমাদের দেশে মাত্র তিনটি বন্দর আছে তাই এখানে আরও বেশি বন্দর দরকার। টোকিওতে ১১টি বন্দর রয়েছে। তিনি বলেন, ভাসমান টার্মিনাল থাকলে মালামাল আনলোড করতে সহজতর হবে। ২০৪৩ সালের পরিকল্পনা অনুযায়ী ২.৫ মিলিয়ন হ্যান্ডলিং করছি এ বছর। ৮ বছরে চট্টগ্রাম বন্দর ২৭ ধাপ এগিয়ে ৭১তম স্থানে এসেছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে এর সার্টিফিকেট গ্রহণ করবো। বন্দর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দিয়েছেন। আমরা এ ঘোষণা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এতে বন্দরের গতিশীলতা দ্রæত বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ