প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেমস ফ্র্যাঙ্কো পরিচালিত কমেডি ফিল্ম ‘দ্য ডিজ্যাস্টার আর্টিস্ট’। ফ্র্যাঙ্কো অভিনয়ের পাশাপাশি বেশ কিছু প্রামাণ্য ও কাহিনী চলচ্চিত্র পরিচালনা করেছেন, এর মধ্যে রয়েছে- ‘দি ইন্সটিটিউট’ (২০১৭), ‘ইন ডুবিয়াস ব্যাটল’ (২০১৬), ‘বø্যাক ডগ, রেড ডগ’ (২০১৫), ‘অ্যাজ আই লে ডাইং’ (২০১৩), ‘স্যাল’ (২০১১), দি এইপ’ (২০০৫) ইত্যাদি। টমি ওয়াইসো পরিচালিত ২০০৩-এর ‘দ্য রুম’ চলচ্চিত্র নির্মাণের বাস্তব প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
টমি ওয়াইসো (জেমস ফ্র্যাঙ্কো) আর গ্রেগ সেস্তেরো’র (ডেইভ ফ্র্যাঙ্কো) প্রথম পরিচয় হয় একটি অভিনয়ের কর্মশালায়। সেই থেকে তাদের বন্ধুত্ব। গ্রেগের ইচ্ছা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। টমি তার পৃষ্ঠপোষকতার ভার নেয়। নিজের অব্যবহৃত একটি অ্যাপার্টমেন্টে তাকে থাকতে দেয়। গ্রেগ অল্পদিনেই একজন এজেন্ট (শ্যারন স্টোন) আর বান্ধবী (অ্যালিসন ব্রি) পেয়ে যায়। অন্য দিকে টমি খুব সাফল্য লাভ করতে পারে না। তেমন প্রতিভা না থাকলেও সে নিজের কাহিনী আর পরিচালনায় নিজেই অভিনয়ের সিদ্ধান্ত নেয়। ৬ মিলিয়ন ডলার বাজেটে সে ‘দ্য রুম’ চলচ্চিত্রটি নির্মাণ করে। লস অ্যাঞ্জেলেসের দুটি থিয়েটারে মুক্তি পেয়ে মাত্র ১২০০ ডলার আয় করে। তবে সময়ে সেটি কাল্ট ফলোয়িংয়ের মর্যাদা পায়। আরও পরে ফিল্মটি ‘মন্দ চলচ্চিত্রের সিটিজেন কেইন’ হিসেবে আখ্যা পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।