Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কঞ্জুস’-এর ৭০০তম মঞ্চায়ন আজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম প্রধান নাট্য সংগঠন ‘লোক নাট্যদল’ তাদের দর্শক নন্দিত প্রযোজনা লিয়াকত আলী লাকী নির্দেশিত মলিয়ের-এর ‘দ্যা মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত ‘কঞ্জুস’-এর ৭০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে একমাত্র নাটক যা ৭০০তম মঞ্চায়নের মাইলফলক অতিক্রম করে গৌরবের একটি রেকর্ড সৃষ্টি করছে। ১৯৮৭ সাল থেকে যাত্রা শুরু করে বিগত ৩০ বছর ধরে নাটকটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে এবং বাংলাদেশে মঞ্চ নাটকের দর্শক তৈরীতে এই নাটকটির বিশেষ ভ‚মিকা পালন করছে। নাটকটির ৭০০তম প্রদর্শনী উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানমালায় থাকছে আলোকচিত্র প্রদর্শনী বিশেষ আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদুত মিসেস মেরি এনিক বার্ডিন, মঞ্চসারথী আতাউরর রহমান, অধ্যাপক আব্দুস সেলিম ও নাট্যজন তারিক আনাম খান। ৭০০তম প্রদর্শনীতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, আজিজুর রহমান সুজন, আবু বকর বকশী, মাসউদ সুমন, ইশিতা চাকি, জুলফিকার আলী বাবু, খাদিজা মোস্তারী মাহিন, প্রিয়াংকা বিশ্বাস, তাজুল ইসলাম। আবহ সংগীত পরিচালনায় ইয়াসমীন আলী ও শাহরিয়ার কামাল এবং আলোক প্রক্ষেপণে সুজন মাহাবুব। উল্লেখ্য, কঞ্জুস-এর নাটকটির সেট ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, পোষাক পরিকল্পনা কৃষ্টি হেফাজ ও লুসি তৃপ্তি গোমেজ, সংগীত পরিকল্পনা লিয়াকত আলী লাকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ