Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে চার শো’তে দিনাত জাহান মুন্নী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী বিজয় দিবসে সকাল থেকে রাত পর্যন্ত চারটি শো’তে সঙ্গীত পরিবেশন করবেন। সকালে চ্যানেল আইতে বিজয়ের মেলা’তে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হবে তার ‘বিজয় দিবস’র দিন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত তিনি বঙ্গভবনে থাকবেন সঙ্গীত পরিবেশনা নিয়ে। সন্ধ্যার পর থেকে রাত ১০.৩০ মিনিট রাজধানীর গুলশান ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন। সর্বশেষ একইদিনে তিনি ১১.৩০ মিনিটে এনটিভিতে রথীন্দ্রনাথ রায় ও তিমির নন্দী’র সঙ্গে লাইভ শো’তে অংশ নিবেন। মুন্নী জানান, এর আগের দিন তিনি দেশটিভিতে ‘কলের গান’এ সরাসরি বিজয় দিবসের গান পরিবেশন করবেন। মুন্নী বলেন, ‘দেশের বিশেষ বিশেষ দিনে আমি সবসময়ই দেশে থাকি এবং খুব ব্যস্ত সময় কাটাই। দেশের বিশেষ এই দিনগুলোতে দেশের মানুষ আমাকে মনে করেন, আমাকে সঙ্গীত পরিবেশনার সাথে যুক্ত রাখেন-এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। যেহেতু এদেশের সন্তান আমি, তাই এদেশের বিশেষ বিশেষ দিবসে কোথাও যাই না। দেশেই থেকে দেশের মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করি। আমার তৃপ্তি এখানেই, আমার ভালো লাগা ভালোবাসা এখানেই খুঁজে পাই।’ দিনাত জাহান মুন্নী জানান, আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর উত্তরা ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। পরের দিন রাতের ফ্লাইটে তিনি আমেরিকা যাবেন এনআরবি অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। এদিকে এরইমধ্যে দিনাত জাহান মুন্নী সুদীপ কুমার দীপের লেখায় ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। কবির বকুলের লেখা ও মকসুদ জামিল মিন্টুর সুর সঙ্গীতে মুন্নী সম্প্রতি একটি দেশের গানেও কন্ঠ দিয়েছেন যা বিজয় দিবসে প্রকাশ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ