Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা ও মেয়ের লকেট

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

একটি শিশুর মাতৃত্ব আর সম্পত্তির দাবীতে ৪ মায়ের পারষ্পরিক অর্ন্তদ্ধন্ধই ‘লকেট’ নাটকের মূল প্রতিপাদ্য। গুনী অভিনয় শিল্পী ও নাট্যকার জাহানারা আহমেদের উপন্যাস লকেট অবলম্বনে এল. রুমা আকতার’র প্রযোজনায় ও মাসুদ চৌধুরী’র পরিচালনায় বিটিভিতে প্রতি শুক্রবার রাত ৯ টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘লকেট’। এতে কিশোরী চরিত্রে মেলিতা মেহজাবিন অর্পা ও তার দুধ মা খোদেজা চরিত্রে অভিনয় করছে নাবিলা আলম পলিন। শিশুটিকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। আর ৪ মায়ের চরিত্রে, বন্যা মির্জা, নাবিলা আলম পলিন, দীপা খন্দকার ও ফারজানা ছবি। শিশুটির জন্ম পরিচয় লুকিয়ে আছে একটি লকেটের মাঝে, যা ২০ বছরের আগে খোলা যাবে না। ধীরে ধীরে শিশুটি কৈশোরে পা দেয়, শুরু হয় নানা টানা পোড়েন। শিশুটির মাতৃত্বের দাবী অন্যদিকে এই পরিবারে বেড়ে উঠলে সম্পত্তির উত্তরাধিকার। শিশুটির প্রতি খোদেজার নিঃস্বার্থ ভালোবাসা আবার শিশুটির ভবিষ্যৎ ক্ষতির অজানা আশংকায় কেঁপে ওঠে খোদেজার বুক। এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করতে পেরে পলিন খুব খুশি। তিনি জানান, চরিত্রটি তার অভিনয় ও বাস্তব জীবনে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাস্তব এই জন্যে যে, নাটকতো জীবনেরই প্রতিফলন এবং এখনও অনেক গল্প-নাটক আছে যা একজন মানুষের জীবনের চিন্তা-চেতনাকে বদলে দিতে পারে। জীবনের জটিল অংকগুলোকে অনেক সহজ করে দিতে পারে, জাহানারা আহমেদের এই উপন্যাসও তেমনি একটি চেতনার নাম। আর কিশোরী অর্পা শুধু হাসে আর বলে কিছু-কিছু মানুষ কি সত্যিই এমন? যদি এমন হয়, আমরা শিশুরা আমাদের ভালোবাসা দিয়ে বদলে দেব সমাজের এইসব কুটিল নিয়ম। নাটকের এই খোদেজা ও কিশোরী চরিত্রে রূপদানকারী শিল্পী দু’জন বাস্তব জীবনে মাতা ও কন্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ