প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানের আওতায় দনিয়া মঞ্চে প্রতিবারের মত এবারও বিজয় উৎসব ২০১৭ আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর দনিয়া মঞ্চে চলবে বিজয় উৎসব। দনিয়া সাংস্কৃতিক জোটের সকল সংগঠনের উদ্যোগে উদ্বোধনী দিনে বিকাল ৪টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। বাঙলা নাট্যদল সন্ধ্যায় তাদের দর্শক নন্দিত নাটক তুই চোর প্রদর্শনী করবে। এছাড়াও ওই দিন দনিয়া মাসুদ মঞ্চে তুই চোর নাটকের আরোও একটি প্রদর্শনী করবে। দল প্রধান আবিদ আহমেদ জানান তারুণ্যদীপ্ত থিয়েটার সংগঠন বাঙলা নাট্যদল সক্রিয় নাট্যচর্চার পাশাপাশি সকল সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। বাঙলা নাট্যদলের ১৮তম প্রযোজনা ‘তুই চোর’ নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনা আবিদ আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় হ ম সহিদুজ্জামান। নাটকের গল্পে দেখা যায় গ্রামের সাধারণ নিরীহ মানুষ সব সময় তাদের নিজ পেশার কাজে ব্যস্ত থাকে। একদল তাদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা নিজেদের আখের গোচায়। ভোটের সময় মিথ্যা আশ্বাস আর মিথ্যা বুলি বলে বেড়ায়। তবুও মানুষ স্বপ্ন দেখে বেঁচে থাকার অথচ তাদের কথার সাথে বাস্তবে পরিণত হয় না। কখনো তাদের মধ্যে বলে উঠে, আমি বলি তুমি চোর আর তুমি বলো আমি চোর। রাজনৈতিক মাঠে নেতাদের স্বার্থ হাসিলের জন্যে জনগণকে কখনোই তারা তোয়াক্কা করেনা। নাটকটি অভিনয় করেছেন আবিদ আহমেদ, সেলিম বহুরুপি, নাসির আহমেদ দুর্জয়, সুবর্ণা মীর, সৈয়দ পার্ল, মিজান রহমান, স্বচ্ছ প্রধান, শামিম চৌধুরী ও পলাশ মোহাম্মদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।