রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, ঢাকার মহাখালি জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. সুমিত কুমার বিশ্বাস, বিএমএ জেলা সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, মেডিক্যাল অফিসার সিভিল সার্জন অফিস ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আরিফ আহমেদসহ চিকিৎসক স্বাস্থ কর্মকর্তা এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্বিতীয় রাউন্ড ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। আগামী ২৩ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে জেলায় এক হাজার ৮৭২টি কেন্দ্রের মাধ্যমে ছয় থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১৫০ জন শিশু এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সের দুই লাখ ৪৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।