Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলগাজী যুবলীগের বর্ধিত সভা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলা যুবলীগের বর্ধিতসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহাম্মদ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরাম হোসেন পাটোয়ারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা য্বুলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুল আবসার আপন, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমীনসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ