Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাচিপায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : গতকাল গলাচিপায় বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। স্থানীয় পৌর মঞ্চে পেশাজীবী সমন্বয় পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়রম্যান গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম। এ ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা পেশাজীবী সমন্বয় পরিষদের আহŸায়ক গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির। আখম জাহাঙ্গীর হোসাইন বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে মেধাশূন্য একটি জাতিতে পরিণত করতে পাকিস্তানি সেনা, আলবদর, আলশামস বাহিনী পরিকল্পিতভাবে এ গণহত্যা চালায়, যা ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সন্ধ্যায় অবদুুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও কবিতা পাঠের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ