Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় কওমি মাদরাসার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পবিত্র শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের অন্যায় স্বীকৃতি দেয়ার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল গেইটের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কোনোভাবেই সমগ্র মুসলমানদের পবিত্র শহর জেরুজালেম ইসরাইলের রাজধানী হতে পারে না। যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসী সিদ্ধান্ত বিশ্ব মুসলিম উম্মাহ মেনে নেবে না।

ইসলামের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের এই পবিত্র ভ‚মি মুসলামানদের রক্তের চাইতেও পবিত্র। এটা কোনোভাবেই ইহুদি গোষ্ঠীর হতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন মস্তিষ্কবিকৃত মানুষ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, তার বিতর্কিত ও আগ্রাসী ওই সিদ্ধান্ত বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলেছে। ইসরাইল নয়, জেরুজালেম হবে ফিলিস্তানীর রাজধানী। বিশ্বের সকল মুসলিম নেতাদেরকে আজকে যুক্তরাষ্ট্রের ক‚টরাজনীতি ও আগ্রাসী সময়নীীতর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আবদুল কুদ্দুস, আলহাজ মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মুফতি সুলতান আহমেদ, মুফতি নাইমুল ইসলাম, মাওলানা সুলেয়মান, হাফেজ মাওলানা জামিল, মাওলানা আবুল খায়ের ও হাফেজ তালহা প্রমুখ। পরে পবিত্র শহর জেরুজালেম রক্ষায় মুসলিম ঐক্য গড়ে তোলার আহŸান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ