রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের জোয়ার সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যমে ফেসবুকে উন্নয়ন চিত্র প্রচার-প্রচারণা বর্ষপুতি উপলক্ষে গফরগাঁও উপজেলার সদরে হয়ে গেলো বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা গত সোমবার দুপুর থেকে একটানা রাত পর্যন্ত। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্যে ফাহমী গোলন্দাজ বাবেলের একক প্রচেষ্টা এ অনুষ্ঠানের আয়োজন। শিশু থেকে প্রবীণরা এ মিলনমেলায় শরিক হয়েছিলেন। তবে এ অনুষ্ঠানটি এ প্রজন্মের নবীনদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ ধরনের অনুষ্ঠান ইতোপূর্বে কোনোদিন হয়নি। আবিদ হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্যে ফাহমী গোলন্দাজ বাবেল ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), পৌরমেয়র এস এম ইকবাল হোসেন (সুমন) ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্যে ফাহমী গোলন্দাজ বাবেলের একান্ত সচিব মাসুদ হোসেন (সোহেল)। আয়োজকদের পক্ষে সোহানুর রহমান সোহাগ তার প্রতিক্রিয়া জানান, বর্তমান সরকারের উন্নয়ন প্রচারণার জন্য ৩২১ জন তরুণকে পুরস্কার দেয়া হয়েছে। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ফেসবুক বন্ধুদের প্রিয় সংগঠন ‘আমরা কজন’-এর উদ্যোগে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।