Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে বিভিন্ন দাবিতে ইউপি সদস্যদের সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভাসহ ১১ ইউনিয়নের সকল নির্বাচিত সদস্য ও সদস্যারা সকল প্রকার কার্যক্রমের অধিকার আদায়ের লক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশে মিলিত হন। মোয়াজ্জেমপুর ইউনিয়নের সদস্য সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ভ‚ইয়া, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিম, ইউপি সদস্য আবদুল মোমেন, হাসান পারভেজ, রফিউল হাফিজ, জালাল উদ্দিন, আজিজুল হক হারেছ, হাবিবুর রহমান হারেছ, বাবুল এলাহী আবুল কাশেম বাচ্চু, শহীদুল্লাহ প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যানগণ সদস্য-সদস্যাদের সাথে বিমাতাসূলভ আচরণ করেন। যার ফলে নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া প্রতিশ্রæতি রক্ষা করা যাচ্ছে না।

সভায় তারা হতদরিদ্র কর্মসূচিসহ সকল কর্মকাÐের পূর্বে পরিষদের সভার মাধ্যমে সিদ্বান্ত নেয়ার দাবি জানান এবং সকলের মতামতের মাধ্যমে সিদ্বান্ত বাস্তবায়নের আহŸান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ