Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ছাতক (সুনামগঞ্জ) থেকে এফ এম ফারুক চান মিয়া | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতকে একটি গ্রামীণ সড়কে ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, কৈতক-আগিজাল সড়কে বোকা নদীর উপর ১৯৯৬ সালের আ.লীগ সরকারের আমলে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এখানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। একটি সূত্র জানায়, পূর্ব-পশ্চিমমুখী বোকা নদীর উত্তরপারে ১০ হাজার জনবসতি অধ্যুষিত আগিজাল ও সাউদেরগাঁও গ্রামের অবস্থান রয়েছে। 

প্রায় ২৬ লাখ টাকায় ব্রিজের প্রকল্প অনুমোদনের পর স্থানীয় এমপির সুপারিশে একটি ব্রিজের বরাদ্দ দিয়ে রাউলী-সাউদেরগাঁও সড়কে ও কৈতক-আগিজাল সড়কে পৃথক দু’টি ব্রিজ নির্মাণ করা হয়। এতে নির্মাণের শুরু থেকেই দু’টি ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এ ব্যাপারে আগিজাল গ্রামের সিরাজুল ইসলাম, কয়েছ আহমদ, ক্বারী জুনায়েদ আহমদ, সাগর আহমদসহ স্থানীয় লোকজন জানান, একটি ব্রিজের বরাদ্ধ দিয়ে দু’টি ব্রিজ নির্মাণ করায় দু’টি ব্রিজই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রোববার রাতে প্রচুর ঝড়-বৃষ্টি হওয়ায় সোমবার সকালে ব্রিজের মধ্যখানে বোকা নদীর মধ্যে ভেঙে পড়েছে। ফলে এখন থেকে বোকা নদীতে নৌচলাচল ও ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মুনসুর মিয়া জানান, সকালে ব্রিজটি ভেঙে পড়ার সংবাদ পেয়েছি। তবে ১৫-২০ বছর আগে নির্মিত ব্রিজটির ব্যাপারে তথ্য দিতে একদিন সময় লাগবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ