Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাকোপ আ.লীগ নেতা জুলুর বহিষ্কার দাবিতে বর্ধিত সভা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

খুলনার দাকোপ আওয়ামী লীগের সূতারখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুর বিরুদ্ধে এবার খোদ ইউনিয়ন কমিটি তার বহিষ্কার দাবি করে বর্ধিত সভা করেছে। তার অনৈতিক কর্মকান্ডের সংবাদ সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। যার জন্য দলের ভাবমর্যাদা ক্ষুণœ হওয়ার প্রতিবাদে সূতারখালী ইউনিয়নের সভাপতি মাসুম আলী ফকিরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ ফকির, মো. আবুল হোসেন মোল্লা, মো. অবদুুল বারিক মোড়ল, মো. মিজানুর রহমান (মিকু) প্রমুখ। সভায় বক্তরা বলেন, জুলু ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শহিদুল ইসলামের অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে উঠেছে। যা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া জুলুর বিরুদ্ধে এলাকাবাসী পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের সভাপতির নিকট গণআবেদন করেছে। যাতে এলাকার স্থানীয় জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস সুপারিশ করেছেন। এরই অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ তাকে ১৫ দিনের সময় দিয়ে শোকজ করেছে। নেতৃবৃন্দ বলেন, এসকল আ.লীগের নেতাদের দল থেকে বহিষ্কার না করলে দিন দিন দলের ভাবমর্যাদা ক্ষুণœœ হবে। তাই এসকল নেতাদের দল থেকে বহিষ্কারের জন্য জেলার আওয়ামী লীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ