Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনিসুল হকের স্মরণে মিলাদ মাহফিল

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মরহুম আনিসুল হকের স্মরণে স্মৃতিচারণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসিসি গুলশানের নগর ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিএনসিসির প্যানেল মেয়র মোহাম্মদ আলহাজ ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আনিসুল হককে স্মরণ করে মন্ত্রী বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গার উচ্ছেদ অভিযান কেবল আনিসুল হক ছিলেন বলেই সম্ভব হয়েছিল। যা কিছু করা অসম্ভব বলে মনে হয় তা আনিসুল হকই সম্ভব করতে পারতেন। তিনি যেখানে যেতেন সেখানেই আলোকিত করে রাখতেন। আনিসুল হক ছিলেন সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তার উদ্যম, কর্মদক্ষতা, সাহস, প্রাণবন্ততা ছিল উল্লেখ করার মতো।
আনিসুল হকের পরিবারের পক্ষ থেকে তার ছেলে নাভিদুল হক বলেন, ডিএনসিসির মেয়র থাকাকালীন তার মরহুম পিতার সাফল্য তার একার নয়; ডিএনসিসির সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সকলে এই সাফল্যের অংশীদার।
প্যানেল মেয়র ওসমান গণি বলেন, আনিসুল হক ছিলেন কর্মঠ, সাহসী, সৎ এবং বিভিন্ন গুণে গুনান্বিত একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর।
স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, প্যানেল মেয়রের সদস্য জামাল মোস্তফা প্রমুখ। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ