Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের অর্থে বাংলাদেশে ৬৫ প্রকল্প হচ্ছে ঃ হর্ষবর্ধন শ্রিংলা

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভারতের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১১শ কোটি টাকার ৬৫টি প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। অন্য যে কোনও দেশের চাইতে বাংলাদেশে ভারতের অবদান বেশি বলেও দাবী করেন তিনি। গতকাল ঢাকায় রামকৃষ্ণ মিশনে ভারতের অর্থায়নে ‘বিবেকানন্দ ভবনের‘ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বর্তমানে ইন্দো-বাংলা সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। আর ভারত বাংলাদেশের সব ধরনের উন্নয়নে সবসময় পাশে থাকবে। ভারত বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ভারতের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১১শ কোটি টাকার ৬৫টি প্রকল্প বাস্তবায়িত হবে। ভারত বাংলাদেশের উন্নয়ন খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যা অন্য যে কোনও দেশের চাইতে অনেক বেশি। এ অবদান বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের ভিত আরও দৃঢ় করবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভারতীয় সেনা এবং বাংলাদেশি মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। নিজেদের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ