Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদ সাংবাদিকদের মোবাইল নজরদারীতে আসছে

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ সচিবালয় বিটে দায়িত্বরত সাংবাদিকদের মোবাইল ফোন নজর দারিতে আসছে। এখন জাতীয় সংসদ ভবনে দর্শনার্থীরা কোনো মোবাইল নিয়ে ঢুকতে পারেন না। কিন্তু সাংবাদিকরা দুটি মোবাইল নিয়ে ঢুকার সুযোগ পান।
জাতীয় সংসদ ভবন একটি কি পয়েন্ট ইনস্টলেশন এলাকা হওয়ায় সাংবাদিকরা কোন দুই মোবাইল ফোন ব্যবহার করছেন এর নম্বর আগে থেকেই জানাতে হবে। এর বাইরে আর কোনো মোবাইল নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না তারা। এছাড়া সংসদ বিটে দায়িত্বরত সাংবাদিকদের মেশিন রিডেবল (জঋওউ) পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। ১ বছর মেয়াদী অস্থায়ীভাবে এই কার্ড দেয়া হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মিডিয়াভুক্ত একটি প্রতিষ্ঠান থেকে দুইজনকে এই কার্ড দেয়া হবে। এজন্য ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার সুপারিশ, পাসপোর্ট সাইজের সত্যায়িত ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও এ্যাক্রেডিটেশন কার্ডের সত্যায়িত ফটোকপি। ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস (অরারেশন্স) অফিসে এ সংক্রান্ত এই আবেদন পাঠাতে হবে। এছাড়া সাংবাদিকরা কোন কোন মোবাইল নিয়ে সংসদে যাবেন সেই দুই মোবালের নম্বর ফরমে উল্লেখ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ