Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নারীদের নিয়ে ফতোয়া দেয়ার অপরাধে ইমামসহ ৬ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : নারীরা চার দেয়ালে বন্দি থাকবে। বাইরে কোন কাজকর্মেও যেতে পারবেনা। সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এক মসজিদে এমনই ফতোয়া জারি করেছে মসজিদের ঈমামসহ মসজিদ কমিটি কর্তৃপক্ষ। এ আইনবিরোধী ফতোয়া দেয়ার অপরাধে পুলিশ ওই মসজিদের ঈমামসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে । এ ঘটনার পর প্রথম দিন মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে কুমারখালী কল্যাণপুর থেকে মসজিদের ঈমাম আবু মুছা, সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেফতার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল খালেক জানান, অভিযানের দ্বিতীয় দিনে বুধবার দুপুর বেলা শিলাইদহ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকা আবুল হোসেন, আনিছুর রহমান ও দাউদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হলো। এখনও তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। নারীরা বাইরে যেতে পারবে না, কোন কাজ করতে পারবে না গত ৮ ডিসেম্বর জুম্মার নামাজের পর এমন সিদ্ধান্ত নিয়ে কয়েক দফা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ফতোয়া জারি করা হয়। এতে স্থানীয় নারী সমাজ ভীষণ ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ