Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে সাংবাদিকদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য সাংবাদিক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘স্বঘোষিত’ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের কটূক্তি করে অযাচিত বক্তব্য প্রদান করেছেন। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু হলে এক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পর্বে তিনি এ কটূক্তিমূলক এবং অযাচিত বক্তব্য প্রদান করেন। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) একটি বিবৃতি দিয়েছে। বুধবার বিকালে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
জানা যায়, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু হলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রচার করেন, তারা বিশ্ববিদ্যালয়কে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। এছাড়াও তিনি বলেন, সাংবাদিকরা সদ্য বিদায়ী ভিসি’র পা ধরে ক্ষমা চেয়েছেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমিতির ঐ বিবৃতিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে ড. দুলাল চন্দ্র নন্দী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কটূক্তি করে বক্তব্য প্রদান করে আসছেন। তিনি সাংবাদিকদের নিয়ে অসত্য বক্তব্য প্রদান করেছেন।
এসকল অভিযোগের বিষয়ে ড. দুলাল চন্দ্র নন্দীর কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বলেন, ‘তোমাদের যা ইচ্ছে লিখতে পার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ