Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যকে সেইফ জোন ঘোষণার দাবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সূফীজমের উদ্যোগে মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন ও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে দেশি-বিদেশি ইসলামিক স্কলার ও সূফি ব্যক্তিত্বগণ সম্প্রতি টেকনাফের ঘুনধুমে রোহিঙ্গা মুসলমানদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে নিপীড়িত, বঞ্চিত ও দুর্দশাগ্রস্ত জাতি হচ্ছে নিরীহ রোহিঙ্গা মুসলমানরা। তিনি জাতিসংঘের তত্ত¡াবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ‘সেইফ জোন’ হিসেবে ঘোষণা করে রোহিঙ্গাদেরকে সসম্মানে নিরাপদে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে জোর তাগিদ দেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ড. আহমেদ তিজানী বিন ওমর, ড. মাজেন শরিফ, আব্দুল করীম, আলী মাহফুজান আব্দিল্লাহ, জায়েদ বিন আব্দুর রহমান বিন হোসাইন বিন ইয়াহইয়া, মইনুদ্দীন আহমদ ট্রাস্টের সচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মোজাহের আলম, শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ