Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডিবির দায়িত্বে দেবদাস ভট্টাচার্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নতুন দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র জানায়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল বুধবার এক আদেশে দেবদাস ভট্টাচার্যকে ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। দেবদাস ভট্টাচার্য এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স¤প্রতি তাকে পদোন্নতি দিয়ে ডিএমপিতে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ