Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর

| প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো : আগামী ৩১ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন। তিনি ওইদিন যশোর জনসভা করবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্ততি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গতকাল সিসিটিএস মিলনায়তনে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা হয়। সভায় বলা হয় প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তরিত করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌর মেয়র জহিরুল ইসলাম চালদার রেন্টু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ