Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো কক্সবাজারে নির্মিত হচ্ছে সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পর্যটন নগরী কক্সবাজারে বৃহত্তম বিনোদন কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে বেসরকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান সোহানা গ্রুপ। সববয়সী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে নির্মিত হচ্ছে হোয়াইট স্যান্ড রিসোর্ট। সেখানে থাকছে বৃহৎ এক শপিংমল ও নতুন সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটি ১১৩ কাঠা জমির ওপর নির্মিতব্য একটি প্রকল্পে সিনেমাপ্রেমীদের জন্য গড়ে তুলছে নতুন তিনটি সিনেপ্লেক্স। কক্সবাজারে এবারই প্রথম এই সিনেপ্লেক্সে দর্শকরা একসঙ্গে দেশীয় সিনেমার পাশাপাশি বিদেশী ভাষার নতুন সিনেমা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন সোহানা গ্রুপের কর্ণধার মো. মিজানুর রহমান। তিনি বলেন, পাঁচ লাখ বর্গফুট জুড়ে থাকছে ৩০০-এর বেশি রুমের পাঁচ তারকা হোটেল। এর নাম হোয়াইট স্যান্ড রিসোর্ট। আমরা কক্সবাজারকে বদলে দিতে চাই। একজন মানুষ দুই তিন দিনের জন্য কক্সবাজার গেলে তেমন কোনো বিনোদন কেন্দ্র খুঁজে পায় না। তাই সববয়সী মানুষের কথা মাথায় রেখে তৈরী হচ্ছে বৃহত্তম এই বিনোদন কমপ্লেক্স। তিনি জানান, সিনেপ্লেক্সে পাশাপাশি সেখানে থাকবে ২টি ফুডকোর্ট। আরো থাকছে আর্ন্তজাতিক মানের কনফারেন্স ও মিটিং হল। শিশুদের কথা মাথায় রেখে থাকছে কিডস জোন, গেমস রুম, জুস বার ও ক্লাব। ইনফিনিটি সুইমিং পুল, অ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি হোয়ইট স্যান্ড রিসোর্টের আগত অতিথিদের জন্য থাকছে সিনেমা দেখার বিশেষ সুযোগ। নতুন বছরে চালু হবে নতুন তিন সিনেপ্লেক্স। প্রসঙ্গত, সোহানা গ্রুপের কর্ণধার মো. মিজানুর রহমান যিনি একাধারে একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। ওয়ালটন বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফল হওয়ার পাশাপাশি বাংলাদেশী তৈরি ইলেকট্রনিক পণ্য দেশে ও বিদেশে বাজারজাতকরণে তার অবদান রয়েছে। তিনি এশিয়ান টিভি চ্যানেলে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ