প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ৭ম মঞ্চায়ন হবে চারুনীড়ম থিয়েটার এর নাটক ‘শেষ নবাব’। নাটকটি চারুনীড়ম থিয়েটার-এর ৫ম প্রযোজনা। প্রথিতযশা নাট্যকার সাঈদ আহমদ এর রচনায় শেষ নবাব নাটকটি নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। ‘যদি আর জন্মে আবার পলাশিতে আসার সুযোগ হয় তাহলে আবার আমি মীরজাফরকেই বিশ্বাস করবো’ সিরাজের এই সংলাপটি আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে এই নাটকটিতে নির্দেশনা দিতে বলে জানান নাঠকটির নির্দেশক গাজী রাকায়েত। তিনি বলেন, তিন বছর আগে দলে ‘শেষ নবাব’ নাটকটি নিয়ে কাজ করার কথা ভাবি এবং নাটকটির পাঠও শুরু করি। কিন্তু অভিনেতার সংকট এবং সর্বোপরি দলের আর্থিক অবস্থার কথা চিন্তা করে পিছিয়ে পড়ি। সাঈদ আহমদ ফাইন্ডেশন ফর কালচার এন্ড আর্টস (সাফকা) এর আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় আমি আবারও নাটকটি মঞ্চায়নের জন্য উদ্যোগী হই । নাটকটি মঞ্চায়নের এই সুযোগ করে দেয়ার জন্য আমি সাফকার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকেও কৃতজ্ঞতা জানাই যে, তারা এই প্রযোজনাটি সফল করতে আমাদেরকে সহযোগিতা করছে। চলচ্চিত্র, নাটক ও যাত্রার কারণে নবাব সিরাজ-উদ-দৌলা ও পলাশীকে নিয়ে সৃষ্ট আবেগী ভাবনাটাকে দৃঢ় বাস্তবতায় দেখা শেষ নবাব নাটকে। সা¤্ররাজ্যবাদের আগ্রাসন থেকে একটি স্বাধীন ভূখন্ডের একজন মুক্তিকামি মানুষের সংগ্রামের নাম নবাব সিরাজ-উদ-দৌলা। ঐতিহাসিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে পলাশী, সিরাজ ও সা¤্রাজ্যবাদ এই তিনটি শব্দের মনতাজ ‘শেষ নবাব’। শেষ নবাব মানে সবকিছু শেষ নয়, যেখানে শেষ সেখান থেকেই শুরু। এই নাটকে নবাব সিরাজ-উদ-দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম এবং রবার্ট ক্লাইভের চরিত্র চিত্রায়ন অসাধারণ। শেষ নবাব নাটকে নবাব সিরাজ-উদ-দৌলা চরিত্রে আখন্দ জাহিদ, মীর জাফর চরিত্রে আলমগীর সাগর, ঘসেটি বেগম চরিত্রে চামেলী সিনহা, রবার্ট ক্লাইভ চরিত্রে আল-মোতাস্সীম সহ অন্যান্য চরিত্রে সাইদুল হক, কাকা মাকসুদ, শাহেদ মেহেদী, মারুফ মুর্তজা, আমিনুল হক সুজা, সেলিম রেজা, মাহমুদুল হক সংগ্রাম, নূর ইসলাম, রোহান খান, আশিউল ইসলাম, লিখন রাহী, সম্রাট জাহাঙ্গীর, শাহারিয়ার মিথুন অভিনয় করছেন। নাটকটির মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, মঞ্চ ব্যবস্থাপনায় রোহান খান, আলোক পরিকল্পনায় অ¤øান বিশ্বাস, আলোক প্রক্ষেপণ সালাউদ্দিন, আলোক চিত্রে রতন সিদ্দিকী, রূপসজ্জ্বায় মোহাম্মদ আলী বাবুল, পোশাক পরিকল্পনায় এনামতারা সাকী, আবহ সংগীত পরিকল্পনায় এফ কে স্বাধীন আবহ সংগীত পরিচালনায় মনির হোসেন অর্ক এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন লিখন রাহি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।