প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীপ্ত টিভিতে শুরু হয়েছে ‘দীপ্ত টিভি কমেডি ফেস্ট’। এতে ৬ পর্বের কমেডি ধারাবাহিক নাটক প্রচার করা হয়। এখন চলছে ‘ওস্তাদ ওসমান’ ধারাবাহিক। মারুফ রেহমান রচিত ধারাবাহিকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রান রায়, সুজাতা, এলভিন, মুনিয়া, মশিউর, নাবিলা, সোলেমান খোকা প্রমুখ। প্রচার হচ্ছে শনি থেকে বৃহশপতিবার, সন্ধ্যা ৬ টায় এবং রাত সাড়ে ৯টায়। এর গল্পে দেখা যায়, ওসমান অনেক দিন পরে ভাগ্নে ওমরের বাসায় বেড়াতে এসেছে। ভাগ্নের বাসাতে তো খালি হাতে আসা যায় না। সে এসেছে দুটো মুরগি সাথে নিয়ে। একটা মুরগি রাস্তাতেই মারা গেছে। মুরগির মৃত্যুশোকে ওসমান পাথর হয়ে গেছে। যাকেই সে কাছে পায় তাকেই মুরগির মৃত্যু সংবাদ শোনায়। ওসমানের ভাগ্নে ওমর এক প্রকার ঘরজামাই। ওসমানের আচরণে ওমরের স্ত্রী কণা মহাবিরক্ত। ওসমান সারাদিন লুঙ্গি পরে কণার সামনে ঘুরে বেড়ায়। লুঙ্গি কণা একদমই সহ্য করতে পারে না। তার ছোট বোনও ওসমানকে দেখে বিরক্ত। এদিকে ভাগ্নের শ্বশুড় বাড়িতে ওসমান একের পর অভিজান চালিয়ে যাচ্ছে। সব কাজেই ওসমান সফল। এলাকার কিছু বাজে ছেলে এই বাড়ির মেয়েদের বিরক্ত করতো। ওসমান তাদের সবাইকে সাইজ করে। এই অসাধারন সাফল্যে ওসমানের নাম হয় লুঙ্গিম্যান। সুপার ম্যানের মতই লুঙ্গি ম্যান সব সমস্যার সমাধান করতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।