Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ভোটকেন্দ্রে হামলা, ব্যালটবক্স ভাংচুর ও গুলিবর্ষণ, একটি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা এবতেদায়ী মাদ্রাসা ও নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলায় ব্যালট বাক্স ছিনতাই ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ফাঁকা ছোড়ে। এতে মেম্বার প্রার্থী আজিজুল হক বুদাই, মো.শাহ জালাল হাওলাদার, খলিল হাওলাদার, সাইদুল শিকদার, মোয়াজ্জেম চৌকিদার গুলিবিদ্ধ হয়। ঘটনার পর ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনিরুজ্জামান ভোট গ্রহণ স্থগিত করে দেয়। একই ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের সাত নং ওয়ার্ডের আমীর হোসেন খান ও মোজাম্মেল হাওলাদার দুই মেম্বর প্রার্থী সমর্থকদের হামলা পাল্টা হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী আমীর হোসেন সহ অন্তত:১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একিন মিয়া, নাসির হাওলাদার, ফরিদ হোসেন, আরিফ হোসেনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ইউনিয়নের ইউনিয়নের পূর্বচাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বেলা সাড়ে ১১টার দিকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় মো.আবুল হোসেন নামের এক যুবককে কেন্দ্রর অবস্থানরত এসআই মো.নাজমুল হাসান আটক করে । পরে তাকে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিছুর রহমান এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.আশ্রাফ উদ্দিন নিশ্চিত করেছে। এছাড়া এ উপজেলার টিয়াখালী, চাকামইয়া ও নীলগঞ্জ এ তিনটি ইউনিয়নে ২৭ কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র ছাড়া সবকটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
চুঙ্গাপাশা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনিরুজ্জামান খান জানান, ভোট শুরু হওয়ার পর সকাল সাড়ে নয় টার দিকে তিন থেকে চারশত দূর্বৃত্তরা ককটেল ফাটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের ভিতর ঢুকে ব্যালট পেপার এবং তিনটি ভোটবাক্স ছিনিয়ে নিয়ে ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড শটগানের ছররা গুলি ছোড়ে। এতে ভোট কেন্দ্রে উপস্থিত কিছু মানুষ আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জনায়, চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা ভোট কেন্দ্র ছাড়া সকল ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার ছাড়া সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সাথে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এবং টিয়াখালী ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ