Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থীর ভাই নিহত

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় এক ইউপি সদস্য প্রার্থীর ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবুল কাশেম সিকদার (৫৫) ইউপি সদস্য প্রার্থী চুন্নু সিকদারের ভাই। নিহতের ছেলে সোহাগ সিকদার এ অভিযোগ করেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালিয়ান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য প্রার্থী সজীব হোসেনের সমর্থকরা দলবল দিয়ে জাল ভোট দিচ্ছিল। এতে বাঁধা দেন চুন্নু সিকদারের সমর্থকরা।
এমন সময় সজীব হোসেনের সমর্থকরা লাঠিসোটা দিয়ে হামলা চালান চুন্নু সিকদারের সমর্থকদের ওপরে। এতে আবুল কাশেম সিকদার নিহত হন। আহত হয় কমপক্ষে পাঁচজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ