Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : যৌতুক না পেয়ে ঠাকুরগাঁওয়ের এক নববধূকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। মামলার অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের মেয়ে মর্জিনা আক্তারকে দিনাজপুর জেলার খানসামা থানার জয়গঞ্জ (ডাঙ্গাপাড়া) গ্রামের আনারুল ইসলাম রায়হানের সাথে বিয়ে হয়। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই ছেলে পক্ষের লোকজন প্রতিনিয়ত যৌতুকের জন্য মর্জিনাকে মারপিট করে। মেয়ের বাবা পেশায় একজন দিনমুজুর হলেও মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে ঋণ করে রায়হানের হাতে কিছু টাকা তুলে দেয়। শশুরবাড়ির দাবিকৃত টাকা পরিশোধ করতে না পারলে মর্জিনাাকে অত্যাচার ও নির্যাতন করে রায়হান ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করে। পরে পুলিশের সহায়তায় রায়হানের বাসা থেকে মর্জিনার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মর্জিনার মা হোসনে আরা বাদি হয়ে দিনাজপুর জেলা আদালতে রায়হানকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মর্জিনার বাবা মতিয়ার রহমান জানান, আসামিরা টাকার জোরে ঘুরে বেড়াচ্ছে। আমি হাজিরা দিতে দিনাজপুরে গেলে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামিপক্ষরা। সরকারের কাছে আমার দাবি আমার বাসা যেহেতু ঠাকুরগাঁওয়ে মামলাটা যেন ঠাকুরগাঁও আদালতে হস্তান্তর করা হয়। সেই সাথে আসামীদের দ্রæত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এ বিষয়ে খানসামা থানার ওসি আব্দুল লতিফ জানান, আমরা চেষ্টা করছি আসামিদের ধরতে তাদের খুজে পাওয়া যাচ্ছে বলে আইনের আওতায় আনা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ