Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল²ীপুরে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ দু’পক্ষের উত্তেজনা

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর সংবাদদাতা : জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলের লাশের সন্ধান ও র‌্যাবের গুলিতে চার নেতাকর্মী নিহতের স্মরণে ল²ীপুরে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আদর্শ সামাদ একাডেমীর মসজিদ মাঠে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী ও খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে নিখোঁজ জেলা যুবদল নেতা ইকবাল মাহুমদ জুয়েলের সন্ধান ও নিহত বিএনপি নেতাকর্মীদের স্মরণে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, এবিএম জিলানীসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে এর আগে নিহতের স্মরণ ও নিখোঁজ যুবদল নেতা জুয়েলের লাশের সন্ধানের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যান সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান.জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।
উল্লেখ্য,গত ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকাল ৭টার দিকে জুয়েলের নেতৃত্বে যুবদল নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে জেলা শহরের চকবাজার এলাকায় পৌঁছলে র‌্যাব-১১ এ লেঃকঃ তারেক সাঈদ মোহাম্মদ এর নেতৃত্বে র‌্যাবের সদস্যরা শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সাহাবুদ্দিন সাবুর বাসভবনে ডুকে গুলি করে সাহাবুদ্দিন সাবুকে আহত করে। এসময় কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। এ খবর ছড়িয়ে পড়লে যুবদল নেতা জুয়েলের নেতৃত্বে একটি মিছিল চকবাজার থেকে সাহাবুদ্দিন সাবুর বাসভবনের দিকে যাওয়ার সময় মিছিলের উপর অতর্কিত গুলি কওে র‌্যাব সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে জুয়েলের লাশ র‌্যাবের গাড়িতে তুলে নেয়া হয়। আজো তার কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ