বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ৩ দিনের অকাল বর্ষনে ১২ ইউনিয়নের আমন ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। বর্ষনে নিচু জমির বীজতলা ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশ বীজতলা সবজির ক্ষেত ক্ষতির আশংকা রয়েছে। ইরি-বোর মৌসুমেকে সামনে রেখে কৃষকরা যথা সময়ে ইরি বোর ধান রোপনের উদ্দেশ্যে বাজার থেকে উন্নত জাতের ধান বীজ ক্রয় করে বীজতলা বুনে ছিল। যা ৩ দিনের অকাল বর্ষনে তলিয়ে গেছে। সহসা আবহাওয়ার পরিবর্তন না হলে তা নষ্ট হয়ে যাবে বলে কৃষককূল ধারনা পোষন করছেন। এলাকা ঘুরে দেখা গেছে, যে সকল কৃষক এখনো আমন ধান কেটে ঘরে তুলতে পারেননি তাদের উৎপাদিত আমন ধানও পানির নীচে তলিয়ে যাওয়ায় তা নষ্টের পথে সহসা জমাকৃত পানি না কমলে তাও নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, সহসা পানি কমে গেলে বীজতলা ও আমন ফসলের তেমন ক্ষতি হবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।