বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসলাম চৌধুরীসহ ১২২ বিএনপি নেতাকর্মীর বিচার শুরু
চট্টগ্রাম ব্যুরো : পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১২২ নেতাকর্মীর বিচার শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ বিচার শুরু হয়। আদালত আগামী ১৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। আসামিদের মধ্যে আসলাম চৌধুরী ছাড়া ৭৩ জন জামিনে এবং ৪৮ জন পলাতক রয়েছেন। গতকাল অভিযোগ গঠনের দিনে আসলাম চৌধুরীকে কারাগার থেকে আদালতে আনা হয়।
সাত বছর আগে ২০১১ সালের ১৯ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের একটি মামলায় জামিন শুনানির জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালতে তার জামিন নামঞ্জুর হওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে সমাবেশ করে। এসময় পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করে।
রাজধানীর আফতাবনগরে ব্যবসায়ী হত্যায় এক নারী আটক
বিশেষ সংবাদদাতা : রাজধানীর আফতাব নগরের ব্যবসায়ী মনজিল হককে গলা কেটে হত্যার ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক ওই নারীর নাম শারমীন আক্তার নিশি। তিনি মনজিলের পূর্ব পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে এই নারীর সাথে প্রণয়ঘটিত কোনো কারণেই খুন হয়েছেন মনজিল। নিহত মনজিল ফ্ল্যাটে একাই বসবাস করতেন। যারা হত্যাকান্ডট ঘটিয়েছে তারা মনজিলের বাসায় আসা-যাওয়া করতেন বলে ধারণা করছে পুলিশ। প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাড্ডা থানার এসআই কামরুল হাসান । গত সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকার আফতাব নগরের বি বøকের ৩ নম্বর রোডের আটতলা ভবনের ছয় তলার একটি ফ্ল্যাট থেকে মনজিল হকের (২৮) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। স্থানীয়রা জানান, এই ফ্ল্যাটে মাঝে মাঝে কয়েকজন যুবক আসতেন। গত সোমবার সকালে তার বাসায় চারজন যুবক প্রবেশ করেছিল। তারা দুপুরের আগেই বেরিয়ে যায়। সে সময় এক নারীও তার ফ্ল্যাট থেকে বের হয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।