Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার চরে বাঁশের সাকো

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পদ্মা নদীর গোপালপুর ট্রলার ঘাটে বালুচর জেগে ওঠায় জনচলাচলের স্বার্থে প্রায় দেড়শো মিটার লম্বা একটি বাঁশের সাকো নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার লাল ফিতা কেটে সাকো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন। পরে সকলের জন্য সাকো উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান ও ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা প্রমূখ। জানা যায়, উপজেলার পদ্মা নদীর গোপালপুর টু মৈনট ঘাট দিয়ে ষ্পীডবোট ও ট্রলারযোগে প্রতিদিন অন্ততঃ ৩ হাজার যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে থাকেন। কিন্তু এ বছর শুস্ক মৌসুম শুরুতে উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাটের পার এলাকায় প্রায় ৪শ’ মিটার এলাকার পানি শুকিয়ে নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। উক্ত ঘাট পার থেকে প্রায় দেড়শো মিটার এলাকা সামান্য পানির প্রবাহ থাকায় পরের প্রায় আড়াইশো মিটার এলাকা বালুচর পরে রয়েছে। এতে নৌরুটের যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল। তাই উপজেলা প্রশাসন দেড় লাখ টাকা ব্যয়ে গোপালপুর ঘাটের সামান্য পানি প্রবাহর উপর দিয়ে দেড়শো মিটার এলাকায় বাঁশের সাকো নির্মাণের পর সম্প্রতি উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ