বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় তানাকা ফিলিংষ্টেশনে গত সোমবার গভীর রাতে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এতে ষ্টেশনের কর্মচারী মোঃ জহির (২৫)ও মোঃ শাহিন (৩০)আহত হয়েছে।
তানাকা ফিলিংষ্টেশনের ক্যাশিয়ার মনিরুল জানান, সোমবার রাতে ২০/২৫জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে ফিলিংষ্টেশনে হামলা চালিয়ে অফিসের সিসি ক্যামেরা, টিভি, আসবাবপত্র ভাঙচুর করে। তারা অফিসের সিসি ক্যামেরার ক্যাসেট , হার্ডডিক্স ও বিভিন্ন মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে সন্ত্রাসীরা ফিলিংষ্টেশনের কর্মচারী মোঃ জহির এবং শাহিন কে মারধর করে। এদিকে এই ফিলিংষ্টেশনটি বন্ধ থাকায় বিভিন্ন সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকগন চরম বিপাকে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।