Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিতাভ বচ্চনের বাবার ভূমিকায় অভিনয়েও প্রস্তুত অনিল কাপুর

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গুজব রটেছে অনিল কাপুর ‘রেইস থ্রি’ চলচ্চিত্রে সালমান রূপায়িত চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করবেন। সাড়া দিতে গিয়ে তিনি বলেন এমনটি অমিতাভ বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করতেও তিনি প্রস্তুত আছেন। স্পষ্টতই তিনি মূল প্রশ্নকে কায়দা করে পাশ কাটিয়ে গেছেন। তিনি ‘রেইস’ সিরিজের আগের দুটি ফিল্মেও অভিনয় করেছেন।
তৃতীয় পর্বে তিনি সালমানের ভূমিকার বাবার ভূমিকায় অভিনয় করবেন কিনা জানতে চাইলে অনিল বলেন : “আমার কোনও আপত্তি নেই। একজন অভিনেতা হিসেবে অমিতজির (অমিতাভ বচ্চন) বাবার ভূমিকায় অভিনয় করতেও আমি প্রস্তুত।
“গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করেছি বলে আমি ফিল্মটি সম্পর্কে বিষদ কিছু বলতে পারছি না, যা বলতে পারি তা হল আমি ‘রেইস’ সিরিজের আগের দুটি ফিল্মেও অভিনয় করেছি। তবে, ‘রেইস থ্রি’ একেবারে আলাদা, সঙ্গে বলতে হচ্ছে ‘রেইস’ ফিল্মগুলোর মূল উপাদানগুলো অপরিবর্তিত থাকবে আর সঙ্গে থাকবে বিনোদন।
অনিল এর মধ্যে তার অভিনয়ে ‘ফান্নে খান’ ফিল্মের কাজ শেষ করেছেন। এতে তার সঙ্গে আছেন তার ‘তাল’ ফিল্মের সহশিল্পী ঐশ্বর্য রাই বচ্চন। চলচ্চিত্রটি আগামী বছরের জুনে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ