Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শুরু হলো ঢাবি’র ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে- এই আহবান নিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা ও ব্যবস্থাপনায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে উৎসবে মঞ্চস্থ হবে দেশ-বিদেশের ১৭টি নাটক। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ মঞ্চস্থ হবে দুইটি নাটক। সজীব রানার নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহ’র নাটক ‘উজানে মৃত্যু’ এবং অগাস্ট স্ট্রিন্ডবার্গের নাটক ‘মিস জুলি’। মেহের কবীরের অনুবাদে ‘মিস জুলি’র নির্দেশক আব্দুল্লাহ আল জাবির। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রথমে মঞ্চস্থ হবে প্রণব শর্মার নির্দেশনায় বুদ্ধদেব বসুর নাটক ‘বিশ বছর আগে অথবা পরে’। এর পর মঞ্চের আলোয় আসবে ট্রেভর সুথার্সের কাট ইট আউট অবলম্বনে ‘ক্ষরণ’। নাটকটির অনুবাদ, রূপান্তর ও নির্দেশনায় এস.এম লাতিফুল খাবীর। ১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামের ‘শিল্পী’ নাটকটি নির্দেশনা দিবেন তামান্না ইসলাম। একই সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ছুটি’ অবলম্বনে নাটক মঞ্চস্থ হবে। যার নাট্যরূপ ও নির্দেশনায় থাকবেন রফিকুল ইসলাম সবুজ। ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবসের সন্ধ্যায় মঞ্চস্থ হবে আব্দুল্লাহ আল-মামুনের দুইটি নাটক ‘মাইকমাস্টার’ ও ‘তৃতীয় পুরুষ’। প্রথমটির নির্দেশনা দিবেন মো. আশরাফুল আলম এবং পরেরটি নাছুমা হক। উৎসবের সপ্তম দিনে বৃটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের ‘ডাম্ব ওয়েটার’ মঞ্চস্থ হবে রবিউল আলমের অনুবাদ ও মো: শামীম মিয়ার নির্দেশনায়। একই রজনীতে বাংলা বর্ণনাত্বক নাটকের পথিকৃৎ পুরুষ সেলিম আল দীনের ‘অলৌকিক রন্ধন প্রণালী’ নাটকটি নির্দেশনা দিবেন নুসরাত জাহান। ১৮ ডিসেম্বর সমাপনী সন্ধ্যায় মঞ্চের আলোয় আসবে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প অবলম্বনে নাটক ‘তারাবিবির মরদ পোলা’। যার নাট্যরূপ ও নির্দেশনায় রাগীব নাঈম। আর উৎববের পর্দা নামবে মমতাজউদদীন আহমদ’র ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির মাধ্যমে। নাটকিটির বিনির্মাণ ও নির্দেশনায় থাকবেন কীর্তি বিজয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৭ সম্পর্কে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. আহমেদুল কবির বলেন, ‘আমাদের বিভাগের এই নাট্যোৎসব ইতোমধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক সত্ত¡ার শিকড়ে প্রোথিত হয়েছে বলে বিশ^াস করি। বিজয়ের মাসে ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’-এই প্রতিপাদ্য মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গের ইতিহাস ও মহিমাকে ইঙ্গিত করে। একই সঙ্গে এই প্রতিপাদ্য নাট্যশিল্পের ক্ষণস্থায়িত্বের চিরন্তন বোধকেও তুলে ধরে। বিভাগের জ্ঞানমুখী নাট্যচর্চার একটি সামগ্রিক রূপরেখা হয়ে দর্শকের প্রাণে বিম্বিত হবে ৮দিনব্যাপী নাট্যোৎসবে-এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ