Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কালিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কালিগঞ্জের সোনাটিকারী গ্রামে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সোনাটিকারী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের খাঁন সাইদুজ্জামানের মেয়ে। গৃহবধূর পরিবার ও সরেজমিন গিয়ে জানা যায়, ২০১২ সালে আশরাফুল ইসলমের সাথে শারমিনের বিয়ে হয়। গত ১০ ডিসেম্বর সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সাথে সাথে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে দ্রæত ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শারমিন আক্তারের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত ৯ টার দিকে গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যু হয়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ