Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈরী আবহাওয়ায় আতঙ্কিত সাতকানিয়ার কৃষক

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : দেশজুড়ে অসময়ে দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কিত সাতকানিয়া মৌসুমী সবজি চাষিরা। তবে কৃষি অফিস বলছে, এর চেয়ে বৃষ্টি বেশি না হলে, কোনো প্রকার ক্ষতি হবে না। গত কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কৃষিপ্রধান জনপদ চট্টগ্রামের সাতকানিয়ার সাঙ্গুনদ চরাঞ্চল, চরতী, দীপ চরতীসহ উপজেলাজুড়ে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কখনো হালকা বৃষ্টিপাত ছিল বেশি। এতে উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন স্থান, রাস্তাঘাট বর্ষার দিনের মতো কাদা হয়ে গেছে। কোথাও কোথাও জমিতে আংশিক পানি জমে থাকতে দেখা গেছে। আমন কাটার অপেক্ষায়ও আছে অনেক কৃষক। দীপচরতী গ্রামের কৃষক রমজান আলী বলেন, আমার লাউ ক্ষেতে পানি জমে গেছে। এতে লাউয়ের উপকার হলেও পার্শ্ববর্তী অনেক জমিতে কফি, বেগুণ ও মরিচসহ ইত্যাদি সবজির চারা বড় হচ্ছে। অনেকে সবজির চারা মাত্র লাগাচ্ছে। মোবারেক মিয়া জানান, বাড়ির উঠানে ধান বৃষ্টিতে পচন ধরেছে। তিনি আরো বলেন, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিমের। বৃষ্টির কারণে শিমের ফুল ঝরে যাচ্ছে। আবার পরিপূর্ণ হতে পোকার আক্রমণ হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৬৫ শতাংশ আমন ধন ঘরে উঠেছে। আশা করা হচ্ছে, এর চেয়ে বেশি বৃষ্টি আর হবে না। যেটুকু বৃষ্টি হয়েছে এতে কৃষক মৌসমী সবজির ক্ষেত্রে লাভবান-ই হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, আশা করছি এবারের প্রতিক‚লতা আমরা কাটিয়ে উঠতে পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ