Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পলাশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও সমর্থকদের হুমকি দেওয়ার প্রতিবাদে বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. ইকবাল। তিনি এ ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান।
আজ বেলা ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে এ ঘোষণা দেন সৈয়দ ইকবাল।
স্বতন্ত্র প্রার্থী আরো বলেন, ‘বর্তমান সরকারের আমলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে হুমকিসহ হয়রানির শিকার হয়েছি আমি এবং আমার কর্মী-সমর্থকরা। আজ সকালে আমার এজেন্টরা কেন্দ্রে গেলে তাদের সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে। সরকার দলীয় বহিরাগতরা অবৈধ ভোট দিচ্ছে। তাই আমি আমার কর্মী-সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকায় নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’
এ ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গতকাল বিকেলে গজারিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান লাল মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ