Inqilab Logo

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইবিতে ছাত্রলীগ সভাপতির বাধায় ভর্তি সাক্ষাৎকার বন্ধ

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ৪:৪৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের বাধায় ‘এইচ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার বন্ধ করেছে বোর্ডের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমী ভবনে আইন ও শরীয়াহ অনুষদের ডিন কক্ষে এ ঘটনা ঘটে। পরে ভর্তি সাক্ষাৎকার শুরু হলেও আল-ফিক্হ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার বন্ধ থাকে।
জানা যায়,ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স (স্নাতক) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি সাক্ষাৎকার আজ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। যথা নিয়মে সকল ইউনিটের ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছিলো। বেলা সাড়ে ১২ টার দিকে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ১০/১২ জন কর্মী নিয়ে মীর মশাররফ হোসেন একাডেমী ভবনে যায়। তখন তারা আইন ও শরীয়াহ অনুষদের ডিন কক্ষে এইচ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার চলাকালে প্রবেশ করে এবং আল-ফিক্হ বিভাগে ভর্তি নিয়ে সমস্যা আছে অভিযোগ করে সাক্ষাৎকার বন্ধ রাখতে বলে। এতে ভর্তি সাক্ষাৎকার কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে বোর্ডের সদস্যরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে আল-ফিক্হ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ভাইভা বন্ধ রেখে অন্য বিভাগের ভাইভা নেওয়ার জন্য নির্দেশনা দেয়। এসময় বোর্ডে উপস্থিত ছিলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন এবং এইচ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. নুরুন নাহার, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড.জহুরুল ইসলাম, আল-ফিক্হ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম।
এবিষয়ে ছাত্রলীগের শাহিনুর রহমান শাহিন বলেন, ‘এইচ ইউনিটে অনেক ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হতে পারছেনা সেজন্য আমরা ভাইভা বন্ধ করে দিয়েছি।’
এবিষয়ে এইচ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. নুরুন নাহার বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা এসে ভাইভা বন্ধ রাখতে বললে আমরা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে প্রশাসন আল-ফিক্হ এর বিষয়টা বাদ রেখে আইন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ভাইভা নিতে বলে। আল-ফিক্হের ভর্তির বিষয় নিয়ে ভিসি স্যার আমাদের ডেকেছেন। তিনি যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী আমরা ভর্তির কাজ শেষ করবো। ’
এবিষয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘এইচ ইউনিটে কিছু ছেলে সমস্যা করেছে বিষয়টি আমার কানে এসেছে। আমি ইউনিট সমন্বয়কারী এবং অন্য সদস্যদের ডেকেছি। তাদের সাথে কথা বলে বিষয়টি কিভাবে সমাধা করা যায় সেটা দেখবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ