Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি অপহৃত শিশু কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে উদ্ধার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : পার্বতীপুরের ৭ বছরের শিশু শ্রেণির ছাত্রী কারিমা আক্তার লুনা ৪ দিন পরে গতকাল সোমবার ভোরে কুড়িগ্রামের উলিপুর থানার থেতরা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ের পাশর্^বর্তী জনৈক মনসুর আলীর বাড়ী থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার কাজে যৌথভাবে অভিযান চালিয়েছে পার্বতীপুর ও উলিপুর পুলিশ। ঘটনাস্থল থেকে অপহরণকারী মহিলা নুরজাহানকে আটক করে পার্বতীপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহযোগীদের ধরতে চলছে পুলিশী সাড়াশি অভিযান ।
উপজেলার রামপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। পিতার নাম কামরুজ্জামান দুলাল (৩৮) । গত শুক্রবার রাত ২ টায় দাদী আছমা খাতুন ও বড়বোন কামরুন নেছার পাশে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে অপহরন করা হয়। দুর্বৃত্তরা মোবাইল করে দাবী করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ । অন্যথায় শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেয়া হবে বলে হুমকি দেওয়া হয় । এর পরেই শিশুর পিতা স্থানীয় পার্বতীপুর মডেল থানায় সংবাদ জানিয়ে সাহায্য কামনা করেন । জানা গেছে অপহরনকারী নুরজাহানের বাড়ী পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে । স্বামীর নাম হানিফুল ইসলাম । সে (নুরজাহান ) আত্মীয়তা ও পূর্ব পরিচয়ের সূত্রধরে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি করে । যোগাযোগ করলে পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ