Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি অফিসে ছাত্রলীগের হামলা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি অফিসে গতকাল সকালে হামলা ও তিন সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি টাঙানো না থাকার অভিযোগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। তছনছ করা হয়েছে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র। রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জানান, রোববার সকালে রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসিক দত্তসহ কয়েকজন নেতাকর্মী তাদের কার্যালয়ে যান। এ সময় তারা জানতে চান, কার্যালয়ে কেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। তারা কার্যালয়ে ছবিগুলো টাঙানোর জন্য নির্দেশ দিয়ে আসেন। পরে সোমবার সকালে তারা আবারও কার্যালয়ে গিয়ে ছবি টাঙানো হয়েছে কি না তা জানতে চান। এ সময় সাংবাদিকরা তাদের জানান, এ দিন তারা কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা দেবেন। এ অনুষ্ঠান শেষ করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ছাত্রলীগের নেতারা তা না মেনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা কার্যালয়ের দরজায় তালা দিয়ে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরই সাংবাদিকরা সেই তালা খোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মীম ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ ও নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেনকে মারধর শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ