বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ জন ও আহত হয়েছে ২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কুমিল্লা জেলা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক, তাঁর স্ত্রী ও মেয়েসহ চারজন নিহত হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে ওই দম্পতির দুই সন্তান। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-চিকিৎসক ফজলুল বারী (৪০), তাঁর স্ত্রী আসমা-উল-হুসনা (৩৪), তাঁদের মেয়ে ফাহমিদা ফাইরুজ (১১) ও গৃহপরিচারিকা সীমা (২১)। আহত দুজন হলো-ওই দম্পতির সন্তান ফাইজা (৮) ও পূর্ণ (৪)। তাদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার বলেছেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফজলুল বারী ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন সাবিনা ইয়াসমিন।
স্বজনেরা জানান, কুমিল্লায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন ফজলুল বারী। দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান খান বলেন, লাশ চারটি উদ্ধার করা হয়েছে। লাশ এখন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পুলিশ জানায়, প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল। ফজলুল বারী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। টামটা এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। বাসটিকে আটক করেছে পুলিশ।
সীতাকুÐ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, সীতাকুÐে এক পৃথক সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও গুরুতর আহত হয়েছে আরো দু’জন। গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ও শুকলাল হাট এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সীতাকুÐ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওয়াসি আজাদ জানান, একটি কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুÐ ইউনিয়নের শুকলাল হাট এলাকা অতিক্রম করার সময় কাভার্ডভ্যানটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এসময় কাভার্ডভ্যান চালক ও হেল্পার গুরুতর আহত হয়। আহদের উদ্ধার করে সীতাকুÐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক দেখে চমেকে প্রেরণ করেন। আহতরা হলেন, নারায়ণগঞ্জ সোনার গাঁও থানার বাসিন্দা মোঃ এনামুল হকের পুত্র কাভার্ডভ্যান চালক মোঃ অনিক(২২)ও একই এলাকার হেল্পার ছানা উল্ল্যা(২০)।
অপরদিকে, সড়ক পার হওয়ার সময় মমতাজ বেগত (৩০) নামে এক মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানা যায়, সোনাইছড়ি কাসেম জুট মিলস্ লাল বেগ এলাকায় মমতাজ বেগম মহাসড়ক পার হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মমতাজ চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার মুসাপুর গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রীসের স্ত্রী।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা-যশোর সড়কের জাগলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ২ ব্যবসায়ী মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার রাতে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হচ্ছে মনিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতাড়া গ্রামের ফেলু খাঁর ছেলে সামাদ খাঁ (৬০) ও একই উপজেলার উত্তয়াড়া গ্রামের আক্তার খাঁর ছেলে আমিনুল খাঁ (৩০)। মাগুরা সদর থানার এস আই ওয়ালিয়ার রহমান জানান, নিহত দু’জনই গরু ব্যবসায়ী। তারা দুর্ঘটনায় মারাত্মক আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তারা মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।