Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কলারোয়ায় ৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত প্রিজাইডিং অফিসার সহ আহত ৫

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : বোমাবাজি, হামলা, সংঘর্ষ, ব্যালট বক্স ছিনতাইয়ে কলারোয়ায় ৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এতে একজন প্রিজাইডিং অফিসার সহ ৫ জন আহত হয়েছে। জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর কেন্দ্রে ৪/৫ ফাটায়ে ব্যালট বক্স ছিনতাই করা হয়। এসময় ক্ষমতাসীন দলের প্রার্থী মোর্শেদ বিদ্রোহী প্রার্থী হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিটন, হাবিব সহ ৪ জন আহত। পুলিশ ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোট কেটে নেওয়ার জন্য হামলায় প্রিজাইডিং অফিসার গৌতম কুমার আহত হওয়া ভোট গ্রহণের শুরুতে কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগাম ভোট কাটায় বেলা ১০ টায় ব্যালট পেপার না কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা কেন্দ্রের ভোটাররা ফিরে যেতে থাকে। এই অবস্থায় বেলা ১২ টায় শাকদা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কিন্তু রাতে ভোট কেটে বাক্স ভরায় দেয়াড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে ১০ টা থেকে ভোটার ভোট না দিয়ে বাড়ি ফিরে যেতে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করে নি। এছাড়া দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়, বড় খোর্দ্দ প্রাইমারী স্কুল কেন্দ্র ও কাশিয়াডাঙ্গা ভোট কেন্দ্রে ক্ষমতাসীন দলের এজেন্ট ও কর্মীদের সামনে ব্যালট পেপারে সিল মারতে বাধ্য করা অব্যাহত থাকায় নির্বাচন বন্ধের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে বলে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেন টেলিফোনে ইনকিলাবকে জানান। যুগিখালী ইউনিয়নের সব ভোট কেন্দ্রে ক্ষমতাসীন দলের এজেন্ট ও কর্মীদের সামনে ব্যালট পেপারে সিল মারতে বাধ্য করা হলেও কোন প্রতিকার পায় নি প্রার্থীরা। এ সংবাদ লেখা শেষে হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট প্রাইমারী স্কুল কেন্দ্রে মারপিটের খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ