Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুই বাজারেই সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে দুই বাজারেই। এদিন লেনদেন শেষে ডিএসইতে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয় ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বাড়ে ১১৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৬ পয়েন্টে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) চার পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৮৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ