Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌরকর না দিলে ক্রোকি পরোয়ানা : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সেবার প্রধান উৎস পৌরকর। নাগরিকদের ওপর কোনো ধরনের অশালীন আচরণ করার কোনো এখতিয়ার কর্মচারীর নেই। হোল্ডারদের সঙ্গে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মর্যাদার সঙ্গে সৎ ও সুমধুর ব্যবহার দিয়ে পৌরকর প্রদানে অনুপ্রাণিত করতে হবে। মেয়র ৩শ’ কোটি টাকারও বেশি পৌরকর বকেয়া রয়েছে উল্লেখ করে বলেন, কর্পোরেশনের রাজস্ব বিভাগের লোকজন বার বার যাওয়ার পরও বকেয়া পৌরকর আদায় না করলে ক্রোকি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়া হবে। গত রোববার নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের রাজস্ব বিভাগের টিও, ডিটিও, কর আদায়কারী ও লাইসেন্স পরিদর্শকদের সমন্বয় সভায় মেয়র একথা বলেন। প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শফিউল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ