Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কিশোরীর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকা থেকে গতকাল (সোমবার) বিকেলে সাদিয়া জান্নাত (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকার বাছা মিয়ার মেয়ে। খবর পেয়ে ওই আবাসিক এলাকার নীলরঞ্জন নিবাস নামে একটি ভবনের দ্বিতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার এসআই আবু তালেব সন্ধ্যায় ইনকিলাবকে বলেন, সাদিয়া তাদের একই গ্রামের প্রতিবেশী ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় থাকতেন। তার দুই শিশু সন্তানকে দেখাশোনা করতো সাদিয়া। খবর পেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, খবর পেয়ে সাদিয়ার মা-বাবা গ্রাম থেকে রওনা হয়েছেন। তারা এসে পৌঁছলে এ ব্যাপারে মামলা গ্রহণ করা হবে। নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাদিয়া তাদের বাসায় কয়েক বছর ধরে আছে। তবে মানসিকভাবে সে গত কয়েকদিন ধরে হতাশ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ