Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহŸান আল্লামা নূর হোছাইন কাসেমী

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বাংলার মাদানী আল্লামা নূর হোছাইন কাসেমী গতকাল এক বিবৃতিতে বলেন বিগত ১০ ডিসেম্বর রবিবার কয়েকটি গণ মাধ্যমে জমিয়তের ৩ শীর্ষ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে মর্মে একটি সংবাদ প্রচারিত হয়। যা সম্পুর্ন মিথ্যা ও বিভ্রান্তিকর। সংবাদে বলা হয় বিগত ৯ ডিসেম্বর বাদ মাগরিব পল্টনস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে অনুষ্টিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। মুলত ঐ দিন দলীয় কার্যালয়ে বাদ মাগরিব কেন্দ্রীয় আমেলার কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। তাছাড়া বৈঠকে উপস্থিত সদস্য যাদের নাম সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে তাদের কেউ আমেলার বৈঠক আহবানের অধিকার রাখেন না এবং কাউকে অব্যাহতি দেওয়ার অধিকারও রাখেন না। দলীয় গঠনতন্ত্রের ১৬/৮ ও ১৮/২ ধারা মতে কেন্দ্রীয় আমেলা আহবানের অধিকার কেবল দলের সভাপতি ও মহাসচিবের রয়েছে। দলের সভাপতি ও মহাসচিব ছাড়া কেউ আমেলার সভা আহবান করতে পারেন না। সুতরাং এ বিভ্রান্তিকর নিউজে বিভ্রান্ত না হয়ে দলের শৃংখলা বজায় রেখে দলীয় কার্যক্রমে সকল নেতা-কর্মীদের স্বক্রিয় থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ