Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পপতি আবদুল মোনেম-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলচ্চিত্রের মুভিমোগল খ্যাত এ কে এম জাহাঙ্গীর খানের ভাই আবদুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আবদুল মোনেম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি এখন ভাল আছেন। দেশের স্বনামখ্যাত এই ব্যবসায়ী রোগ মুক্তির কামনায় রাজধানীর মুগদাপাড়া কবরস্থান জামে মসজিদে বিশেষ দেয়ার আয়োজন করেন এ কে এম জাহাঙ্গীর খান। বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর খানের বাবা আলহাজ্ব সেকান্দার খানের স্নেহধন্য আবদুল মোনেম। মরহুম সেকান্দার খান রাজধানীর মুগদাপাড়ায় প্রায় ২ বিঘা জমির উপর একটি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা এবং কবরস্থান প্রতিষ্ঠা করে গেছেন। ৭ তলা বিশিষ্ট এই বিশাল মসজিদের যাবতীয় কাজ সম্পন্ন করছেন এ কে এম জাহাঙ্গীর খান ও তার সুযোগ্য দুই পুত্র এ কে এম আলগমীর খান ও এ কে এম ইমরান খান। আবদুল মোনেম সাহেবও মসজিদ ও এতিমখানা নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন। তারই আশু রোগ মুক্তির উদ্দেশ্যে জাহাঙ্গীর খান বিশেষ দোয়ার আয়োজন করেন। বিশেষ এই আয়োজনে আবদুল মোনেমের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ