Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দর্শক জরিপে স্বর্নযুগের সেরা বাংলা নাগরিক গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরটিভি-র নিয়মিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান রিদিশা বিস্কুট নিবেদিত ‘এই রাত তোমার আমার’ আগামী ১৩ ডিসেম্বর থেকে ভিন্ন আঙ্গিকে নতুন ভাবে উপস্থাপন করা হবে। এই পর্ব থেকে যোগ হচ্ছে আরো একটি পঙতি ‘দর্শক জরিপে স্বর্নযুগের সেরা বাংলা নাগরিক গান’। পঞ্চকবি পরবর্তী সময়ে বিশ শতকের ৪০ থেকে ৭০ দশক সময়কাল বাংলা নাগরিক গানের স্বর্ণযুগ হিসেবে ধরা হয়ে থাকে। সে সময় যে সব সৃজনশীল সঙ্গীত ¯্রষ্টারা বাংলা গানকে স্বর্ণ শিখড়ে নিয়ে যেতে বিশেষ অবদান রেখে গেছেন তাঁদের অনেকেই প্রায় থেকে গেছেন লোক চক্ষুর আড়ালে। তাঁদের সেই সব মৌলিক সৃষ্ট গানগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আবার সেই গানগুলো যারা সত্যিকার ভাবে সমাদর করতে পারেন সেই প্রজন্ম ও প্রায় শেষ হতে চলেছে। এমনি সময়ে স্বর্ণযুগের সেই অবিস্মরণীয় গানগুলোকে আবারও পাদ-প্রদীপের আলোয় আনার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে সেগুলোকে শুদ্ধ ভাবে ও সঠিক তথ্যসহ উপস্থাপনের লক্ষ্য নিয়েই আরটিভি-র উদ্যোগে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী অনুষ্ঠান দর্শক জরিপে স্বর্ণযুগের সেরা বাংলা নাগরিক গানের সন্ধানে। এই ধারাবাহিক অনুষ্ঠানে ৪০ থেকে ৭০ দশক পর্যন্ত সময় কালের বাছাই করা কিছু গান তথ্য ও কোড সহকারে প্রচার করা হবে প্রতিটি পর্বে। এরপর দর্শকদের কাছ থেকে তাঁদের পছন্দের গানগুলো নিয়ে প্রতিটি দশকের সেরা ১০টি গান এবং পরে পুরো স্বর্ণযুগের সেরা ১০টি গান বাছাই করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ