Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি মুক্ত দিবস পালিত

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : আজ ১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় শহীদ ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত ”সম্মুখ সমর” সৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সম্মুখ সমর সৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। র‌্যালিতে উপজেরা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভিন, পৌরমেয়র জামিল হোসেন চলন্তসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে সম্মুখসমরে উপজেলা নিবার্হী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা হিলিতে পাক-সেনাদের বিভিন্ন অস্তানায় আকাশ ও স্থলপথে একযোগে আক্রমণ চালায়। প্রচন্ড যুদ্ধের পর ৭ নম্বর সেক্টরের আওতায় হিলি শত্রুমুক্ত হয়। এ সময় এখানে পাক-সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ৩৪৫ জন ভারতীয় মিত্রবাহিনীর সদস্য ও দেড় শতাধিক নাম না জানা মুক্তিযোদ্ধা শহীদ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ